পঞ্চগড়ে ‘জুলাই দ্রোহ’ এর আওতায় গণহত্যার বিচার ও জুলাই সনদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রশিবির।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শহরের ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
পরে মিছিলটি তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পঞ্চগড় চৌরাস্তায় শেরে বাংলা পার্কে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আবুর বাশা বসনিয়া, সাবেক জেলা সভাপতি তোফায়েল প্রধান, জেলা সভাপতি রাশেদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো বিচার দেখা যাচ্ছে না। জুলাই সনদ ঘোষণা করতে হবে দ্রুত। একইসাথে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে।
এ সময় ছাত্রশিবিরের প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।