দাগনভূঞায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ফখরুদ্দিন মানিকের গণসংযোগ

দাগনভূঞার মাতুভুঞা ইউনিয়নে গণসংযোগ করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
দাগনভূঞায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ফখরুদ্দিন মানিকের গণসংযোগ
দাগনভূঞায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ফখরুদ্দিন মানিকের গণসংযোগ |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নে গণসংযোগ করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ডাক্তার ফখরুদ্দীন মানিক বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী থেকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী হওয়ার বিকল্প কিছুই নেই। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের নিকট দাঁড়ি পাল্লায় ভোট কামনা করেন।’

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারিয়েট সদস্য মহসিন মিরাজ, দাগনভূঞা উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির এবং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাওলানা নুরুল আমীন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।