অদম্য নারী পুরস্কার ২০২৫-এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরস্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার আবু সালেহ আকন ও বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা আনোয়ারা খানম।
‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরস্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার দেয়া হয়। এতে বাকি দু’টি ক্যাটাগরির শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিকভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তারকে পুরস্কৃত করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: আব্দুল্লাহ। জাইকা কর্মকর্তা মো: ইমরান আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ।



