ফকিরহাটে সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল পালন

বাজারের দিন হওয়া সত্ত্বেও হরতালের কারণে ফকিরহাটের সকল দোকানপাট বন্ধ দেখা যায়। কর্মসূচিতে জামায়াত ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Bagerhat
সকাল-সন্ধ্যা কঠোর হরতাল পালন করা হয়
সকাল-সন্ধ্যা কঠোর হরতাল পালন করা হয় |নয়া দিগন্ত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে সকাল-সন্ধ্যা কঠোর হরতাল পালন করা হয়েছে। এ উপলক্ষে বাজারের দিন হওয়া স্বত্বেও ফকিরহাটের সকল দোকানপাট বন্ধ দেখা যায়। কর্মসূচিতে জামায়াত ইসলামী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় ও কাটাখালি চত্বরে অবস্থান নেয় হরতাল সমর্থনকারী।

এদিন সকাল থেকে ফকিরহাট সড়ক মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। সকাল থেকে ফকিরহাট বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। হরতালের কারণে উপজেলার সকল দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে কিছু ফার্মেসির দোকান খোলা রয়েছে তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে হরতাল সমর্থনে এবং চারটি আসন বহাল রাখার দাবিতে মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থনকারীরা। টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেট দিয়ে রাখে তারা। এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলো ছেড়ে দিতে দেখা গেছে।

বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।