যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।
রোববার (৪ জানুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশে করা বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। একেক দলের একেক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ।’
তিনি বলেন, ‘জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সাথে বেঈমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই, ইনশাআল্লাহ।’
জামায়াতের এ হেভিওয়েট প্রার্থী আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়। সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে। তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
সহযোগী সদস্য সমাবেশে আগামীর বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, ‘জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেয়া হবে না। দেশে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের এক সোনার বাংলাদেশ। এ লক্ষ পূরণে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হবে।’
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো: শামিম আহমেদ ও ওবায়দুল্লাহ প্রমুখ।



