ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী সৌরভ বাঁচতে চায়

বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১-এ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার ডান হাত ও ডান পা অচল হয়ে গেছে। চিকিৎসকদের মতে, দ্রুততম সময়ে অপারেশন না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী সৌরভ
ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী সৌরভ |নয়া দিগন্ত

এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো: সৌরভ হোসেন (১৮) ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে মাথা ও ফুসফুসে অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, এ অপারেশনে খরচ হবে প্রায় আট লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই টাকার যোগান দেয়া সম্ভব হচ্ছে না, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা।

সৌরভ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের অটোরিকশা চালক আবদুল হান্নান মিয়াজী ও গৃহিণী কামরুন নাহার লাভলী দম্পত্তির প্রথম সন্তান। বর্তমানে তিনি কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সৌরভের মা জানান, তিনি ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য কুমিল্লা সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়। কিন্তু ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়ে।

প্রথমে বিভিন্ন চিকিৎসা করানোর পর ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার ব্রেনে ক্যান্সার ধরা পড়ে। গত ১৭ জানুয়ারি ধার-দেনা করে তার প্রথম ব্রেন অপারেশন করানো হয়, যাতে খরচ হয় প্রায় ২৫ লাখ টাকা।

কিন্তু এর কিছুদিন পরই সৌরভের শারীরিক অবস্থা আরো অবনতি ঘটে। নতুন পরীক্ষায় জানা যায়, তার ফুসফুসেও ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং পুনরায় মাথায় অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১-এ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিদিন কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। ইতোমধ্যে তার ডান হাত ও ডান পা অচল হয়ে গেছে। চিকিৎসকদের মতে, দ্রুততম সময়ে অপারেশন না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

তাই এই শিক্ষার্থীকে বাঁচাতে সহযোগিতা চেয়েছে পরিবার। তাকে সাহায্য পাঠানো যাবে- সোনালী ব্যাংক, চৌদ্দগ্রাম শাখা: অ্যাকাউন্ট নম্বর (১৩০৭৮০১০২১৮৫৯) এবং বিকাশ (পার্সোনাল): ০১৭৬৭০৪৯৭১১ (সৌরভের মা)।