কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে স্থগিত রাখা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় ৩৬ জনের মনোনয়ন ঘোষণা করেন। যার মধ্যে তাদের প্রার্থিতাও ঘোষণা করা হয়।
প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেয়ার সময় এ দু’টি আসন ফাঁকা রেখেছিল বিএনপি।
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবারই প্রথম মনোনয়ন চেয়ে বাজিমাত করলেন। তিনি ২০১৬ সাল থেকে জেলা বিএনপির টানা তিনবারের সাধারণ সম্পাদক থাকলেও এবারই প্রথম মনোনয়ন চান।
অপরদিকে বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। তিনি কিশোরগঞ্জ-৫ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক হাল ধরে রাখেন। পাশাপাশি নির্বাচনী রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৮ সালে মনোনয়ন পাওয়ার আগেও একবার তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিল। তখন তাকে বাদ দিয়ে মুজিবুর রহমান মঞ্জুকে মনোনয়ন দেয়া হয়েছিল।



