২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত যোদ্ধাদের মাঝে সেলাই মেশিন উপহার প্রদান করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়।
জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত অবস্থায় আহত উপজেলার তিনজন যোদ্ধার মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ।
এরআগে, দুপুর ২টার দিকে ‘কৌশল যদি জানা থাকে, বজ্রপাতে রক্ষা মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি এনজিও সংস্থা (ইউনিসেফ) এর উদ্যোগে উপজেলা প্রশাসনের হলরুমে বন্যা, বজ্রপাত ও দুর্যোগ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ এর সুনামগঞ্জ জেলা কনসালটেন্ট ডা: তানভীর আহমদ, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।
এসময় আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, নরসিংপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশ্রাঈল আলী।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক নেতা, কৃষক নেতা, শিক্ষক নেতারাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।