মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিণচড়া চা বাগানের উদয় নায়েকের দুই ছেলে শ্রাবন নায়েক (১৮) ও রানা নায়েক (১৬)। একই চা বাগানের লক্ষীনন্দ ফুলমালির ছেলে নিপেন কুলমালি (৩৫) এবং জোহরা রবি দাসের ছেলে কৃষ্ণ রবিদাস। তারা সবাই চা বাগানে কাজ করতেন।
থানা-পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানাধীন হরিনছড়া চা বাগানের উদয় নায়েকের বাড়িতে তার ছেলে শ্রাবন নায়েক টয়লেটে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। তাকে বাঁচাতে তার ছোট ভাই রানা নায়েকও পড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করতে নিপেন কুলমালি ও কৃষ্ণ রবিদাস গেলে তারাও সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে চারজনকে মৃত ঘোষণা করেন।