রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।
বুধবার বিকেলে শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে বোটযোগে তারা পানিবন্দী হয়ে পড়া এলাকাগুলো পরিদর্শন করেন।
পরে উন্নয়ন বোর্ড মসজিদের সামনে দুর্গত পরিবারের মাঝে খাদ্য-সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া এক অসহায় ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য কাঁচামাল বিক্রির উপযোগী একটি টেবিল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ।
রাঙ্গামাটি জেলা জামায়াতের পৌর আমির মো: মাইনুদ্দিনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: মানছুরুল হক, পৌরসভা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো: রহমত উল্লাহ, পৌর জামায়াতের দায়িত্বশীল জে আজম, মো: জয়নাল আবেদীন, মো: রমজান আলী, মো: সুমন মিয়া, মাওলানা মো: আবদুর রহিম প্রমুখ।
এসময় তারা বলেন, জনগণের দুঃসময়ে জামায়াত সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।