সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ পর শহীদ রফিক-জব্বার হলসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের মসজিদে হল প্রশাসনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ বিষয়ে শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক আবদুস ছাত্তার বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আমাদের মাঝে নেই; তবে দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরিফুল ইসলাম বলেন,
‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল আমাদের জন্য এক আবেগঘন মুহূর্ত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক, হল সংসদের নেতাকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ আবাসিক শিক্ষার্থীরা।



