আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৪

আশুলিয়ায় গোলাগুলির পর সাঁড়াশি অভিযানে ডিবি পুলিশ চার চিহ্নিত সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৪
আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ৪ |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলির খোসাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া থানার সেঙ্গুয়া এলাকার মো: ইউনুস পাটোয়ারীর ছেলে আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), মানিকগঞ্জের হরিরামপুর থানার সাটিনওদা এলাকার শহিদুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন টিটু (২৮), আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল মতিনের ছেলে আল আমিন স্বপন (৩০) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে জুলহাস মিয়া (৩০)।

এদের মধ্যে আব্দুল মান্নান পাটোয়ারী আশুলিয়ার কুরগাঁও ও মনোয়ার হোসেন টিটু আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহন-সংলগ্ন ভাড়াবাসায় বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের শক্তি প্রদর্শনকালে একটি গোলাগুলির ঘটনা ঘটে। পরে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে ওই চার সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, ‘আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’