যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক নিজ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে টায়ার জালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে কোমলমতি শিক্ষার্থীরা।
যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর এলাকার খুব কাছে হওয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুহুর্তের মধ্যে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আস্বস্ত করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আগামী ৫ তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।’



