পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হতে হবে : অধ্যাপক মুজিবুর

শুক্রবার বিকেলে জামায়াতের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান |সংগৃহীত

পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিছিলটি গোদাগাড়ীর মহিশালবাড়ী মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আগামীতে আর যেন কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চৌদ্দ দল নিষিদ্ধ, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, বিগত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমায়ন আলীর সভাপতিত্বে ও গোদাগাড়ী পৌর আমির আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম সভাপতি রেজওয়ানুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মো: শহীদুল্লাহ প্রমুখ।