মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Barlekha
মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা বড়লেখা ও জুড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী এবং জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মারুফ দস্তগীরের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র হস্তান্তর করেন।

মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (গণফ্রন্ট) প্রার্থী মো: শরিফুল ইসলাম মুন্সি (মাছ প্রতীক), খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মৌলভী লোকমান আহমদ এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো: আব্দুর নুর তালুকদারও মনোনয়ন পত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন মাওলানা মুফতি বেলাল আহমদ।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানান।

এ সময় বড়লেখা ও জুড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।