বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

হাবুল দাবি করেন, ‘জানতে পেরেছি গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের কার্যালয়টি ভাঙচুর করেছে। গণঅধিকার পরিষদের প্রধান নূরুল হক নূর এক সময়ে ছাত্রলীগ করতেন।’

খালিদ সাইফুল্লাহ

Location :

Barishal
বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর
বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর |সংগৃহীত

জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগরের কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ফকির বাড়ি রোডস্থ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লাঠিসোঁটা নিয়ে একদল লোক সাড়ে ৮টার দিকে এসে ওই কার্যালয়ে হামলা চালায়। এ সময় তাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুল বলেন, ‘বিকেলে আমাদের মিছিলে একদল লোক হামলা চালায়। যারা হামলা চালিয়েছে তাদের আমরা চিনি না। ওই ঘটনা শেষে আমাদের নেতাকর্মীরা যার যার স্থান থেকে বাসায় ফিরে যান। রাতে শুনতে পাই আমাদের ফকির বাড়ি রোডের কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে।’

হাবুল দাবি করেন, ‘জানতে পেরেছি গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের কার্যালয়টি ভাঙচুর করেছে। গণঅধিকার পরিষদের প্রধান নূরুল হক নূর এক সময়ে ছাত্রলীগ করতেন। তিনি শেখ হাসিনাকে মা ডেকেছিলেন। এখন দেখেছি তারা আমাদের দোসর আখ্যা দিয়ে দেশব্যাপী এ কাজ করছেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর বলেন, ‘জাতীয় পার্টির কার্যালয়ে কারা হামলা করেছে তা আমরা জানি না। শুনেছি আমাদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের দোসরদের কার্যালয়ে হামলা চালিয়েছে। হামলার সাথে আমাদের সম্পৃক্ততা নেই।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি বিকেলে মিছিলে নিয়ে এসে আমাদের নিরস্ত্র, নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমাদের ৬-৭ জনকে মারধর করে গুরুতর আহত করে। তারা বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের ওপর হামলার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।’

এসব বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গণঅধিকার পরিষদের নেতারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তাদের সাথে আমরা কথা বলছি।

এর আগে তিনি জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা একজনকে মারধর করে বিকেলে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা এখনো কাউকে আটক করিনি।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর ফকির বাড়ি রোড থেকে মিছিল বের করে স্থানীয় নেতাকর্মীরা। এতে লাঠিসোঁটা নিয়ে একদল যুবক হামলা চালায়। এ সময়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ পাল্টা আক্রমণ করে কয়েকজনকে মারধর করে।