ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) বিকেলে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- মেহেদি হাসান হৃদয় (২৯), অনিক মিয়া (২৫), মো: তুষার আহমেদ (১৯), পারভেজ মিয়া (২০) ও মো: রাসেল মিয়া (২১)।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার তুলাইশিমুল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের অটোরিকশা চালক সোহেল রানা (৩২) আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় অটোরিকশাসহ অপহরণ হন। পরে অপহরণকারীরা তার স্ত্রী রোকসানা বেগমের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তার স্ত্রী বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবগত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তুলাইশিমুল গ্রামে অভিযান পরিচালনা করে অপহরণকারী পাঁচজনকে আটক করে।
আটকের পর সোহেল রানার অটোরিকশা ও মোবাইল উদ্ধার করে পুলিশ।
এর আগে সোহেল রানা ওয়াশরুমে যাওয়ার কথা বলে রাতে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসেন। পরে এ ঘটনায় আখাউড়া থানায় একটি অপহরণের মামলা করা হয়।