মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী বাজারের পশ্চিম পাশে রামনগর এলাকায় বাসের চাপায় সাগর (২৭) নামে এক ভ্যানচালক নিহত এবং ভ্যানে থাকা তিন যাত্রী আহত হয়েছেন।
মাগুরা সদর থানা ও রামনগর হাইওয়ে পুলিশ জানায়, রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ভ্যান মহাসড়কের গৌরিচরণপুর থেকে গোপালপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগর নিহত হয়।
নিহত সাগর গৌরিচরণপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মাগুরা সদর উপজেলার দোড়ামথনা গ্রামের সোবহানের ছেলে সোহাগ (২৭), একই গ্রামের ইমান আলীর ছেলে শামসুল (৪৫) ও ছয় মাস বয়সী শিশু আয়ান।
আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানটি জব্দ করেছে। ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। নিহত সাগরের লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।