ফরিদপুরে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার ৪ প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফরিদপুর ১ ও ২ আসনে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার ৪ প্রার্থীর
ফরিদপুরে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার ৪ প্রার্থীর |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফরিদপুর ১ ও ২ আসনে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা এই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ফরিদপুর-১ আসনের ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ বিন নাছের, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএফের শাহ মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শরাফত হুসাইন।

এছাড়া ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো: জয়নুল আবেদীন বকুল মিয়া তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য সর্বমোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে প্রার্থীতা বাতিলের পর তাদের অনেকে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।