ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে একটি বাসাবাড়ি থেকে পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া ওই সরঞ্জামের মধ্যে রয়েছে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দু’টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ বিভিন্ন সরঞ্জাম।
জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাদল সরকারের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে পাইপগান তৈরির সরঞ্জামের পাশাপাশি লোহা গলানোর জন্য পোড়ানো কয়লার সন্ধান পাওয়া যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। ওই মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



