গফরগাঁওয়ে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

রোববার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
শ্রমিক দলের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ দেশবিরোধী কর্মসূচি, যানবাহনে চোরাগুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস ও নিরীহ শ্রমিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় গফরগাঁও পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল জামতলা মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে উপজেলা শ্রমিক দলনেতা নুরুল আমিন খন্দকার, রফিক, হুমায়ুন ও ডালিসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশ নেয়। এদিকে মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।