নীতি ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ছাত্রশিবিরে যোগ দিয়েছেন নেত্রকোনার একজন ছাত্রদল নেতা।
মঙ্গলবার (৮ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ছাত্রদল ত্যাগ করেন।
ওই নেতার নাম শেখ রাফসান রাব্বি। তিনি খালিয়াজুরি উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ ছেড়ে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘ইসলামী ছাত্রশিবিরের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেম আমাকে বিশেষভাবে আকৃষ্ট ও অনুপ্রাণিত করেছে। তাই দেশপ্রেমে ব্রত হয়ে স্বেচ্ছায়, সজ্ঞানে ছাত্রদল থেকে পদত্যাগ করে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেছি।’