আজাদীর বাংলাদেশের জন্যই ১০ দলের জোট হয়েছে : আখতার

বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছায় নির্বাচনী প্রচারণা এবং জামায়াত আমিরের সফর উপলক্ষে আয়োজিত প্রচার মিছিল শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বক্তব্য রাখছেন আখতার হোসেন
বক্তব্য রাখছেন আখতার হোসেন |নয়া দিগন্ত

গোলামীর পরিবর্তে আজাদীর বাংলাদেশের জন্যই এনসিপি, জামাায়াতে ইসলামী, খেলাফতসহ ১০ দলের জোট হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুরের পীরগাছায় নির্বাচনী প্রচারণা এবং জামায়াত আমিরের সফর উপলক্ষে আয়োজিত প্রচার মিছিল শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এসময় তার সাথে ছিলেন এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ।

আখতার হোসেন বলেন, ‘১০ দলের পক্ষে বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দাঁড়িপাল্লা, শাপলা কলি, ঈগল, রিকশাসহ ১০ মার্কায় সংসদ ভরে ওঠবে। সব দলের পক্ষ থেকে আমিরে জামায়াত রংপুর আসছেন। পীরগাছা-কাউনিয়াবাসীর পক্ষ হয়ে আমরা সেখানে যাবো।’

আখতার বলেন, ‘কাউনিয়া-পীরগাছার মানুষের মার্কা শাপলা কলি। জনগণ শাপলা কলি মার্কায় কথা বলে। পীরগাছা-কাউনিয়ার অভাব অভিযোগ দূর করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়নের মার্কা শাপলা কলি।’