নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় নেতারা সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করাসহ তাদের পাশে থাকার কথা জানান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নিচা বাজারের শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের (বাচ্চার) সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির (নাটোর সদর - নলডাঙ্গা ২) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, সদর থানা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশিদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।
সভায় বক্তারা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোনো শক্তি যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সব সময় ছিল, আছে ও থাকবে।
এছাড়া সভায় সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক চক্রবর্তীসহ ও ও শ্রী মহাপ্রভু মন্দিরের কমিটি ও পৌর এলাকার বিভিন্ন মন্দির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।