মুক্তাগাছায় এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

Location :

Muktagachha
মুক্তাগাছায় এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
মুক্তাগাছায় এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা |নয়া দিগন্ত

মুক্তাগাছায় (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও বই উপহারের মধ্যদিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

মুক্তাগাছা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হক, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি মো: শরীফ মাহমুদ, ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা সভাপতি মো: রফিকুল ইসলাম হামিম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক শরীফ, উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা: মাওলানা আজহারুল ইসলাম শাহীন, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো: রফিকুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মো: শামীম, ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা পৌর শাখার সভাপতি জুয়েল রানা প্রমুখ।