২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টাযর দিকে জামায়াতের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সত্তার, সদর উপজেলা আমির মো: ইলিয়াস প্রমুখ।
বক্তারা এসময় জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আগামী নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চতসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান।
এদিকে সকালে এ ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর ভাড়া বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।



