দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহা ধুমধামে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা নবমী।
আজ বুধবার উপজেলার ১২২টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।
এদিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজার আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সহকারী কমিশনার (ভূমি) মো: মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।