লালমনিরহাটে তুলার মিলে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এদিকে তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
তুলার মিলে আগুন
তুলার মিলে আগুন |নয়া দিগন্ত

লালমনিরহাট কালীগঞ্জের একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তুলাগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের এলাকাসহ পাশে থাকা মূল খাদ্যগুদামটি রক্ষা করা সম্ভব হয়েছে।’