কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’এর ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর একটি কনফারেন্স হলে বৃত্তির ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের পরিচালক ডা: নাবিল মাহমুদ নিলয়।
এতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহসান হাবিব ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি রেজাউল ইসলাম, আবুল হাসান রিয়াদ, তৌহিদুল ইসলাম ও ফাহাদ হুসাইন প্রমুখ।
এবারের বৃত্তি পরীক্ষায় সর্বমোট ২৮১ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্য থেকে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৫০ জন, সাধারণ ক্যাটাগরিতে ১০১ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১৩০ জন বৃত্তি লাভ করেছে।
উল্লেখ্য- গত ১ নভেম্বর সিলেট বিভাগের অন্তর্গত তিন শতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।
মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল
ট্যালেন্টপুল ক্যাটাগরি
১১০০৩৭, ১১৫০০১, ১১৫০৫৪, ১৪০০২৫, ১৪০১২৪, ১৫০১০৭, ১৫০১৪৭, ১৭০১৪৯, ১৭৫১২৪, ১৮০০৬৫, ১৮০০৭৫, ১৮০০৮৩, ১৮৫০৮৭, ১৯০০৩৬, ১৯০০৬৮, ২১৫০০৬, ২৪০০৩৭, ২৪০১৪৩, ২৪০১৫০, ২৪০১৫৭, ২৪৫০৩৭, ২৫০১৯৪, ২৫০২০১, ২৫৫০৭৯, ২৫৫১৩৮, ২৫৫২১৪, ২৬০০৮২, ২৬০১৩৮, ২৬০১৬০, ২৬৫০৪৭, ২৬৫০৫৬, ২৭০০০৪, ২৭০১১৫, ২৭০১২১, ২৭৫০১৮, ২৮০১১২, ২৮০১১৭, ২৮০১২৪, ২৯০০২৭, ২৯০০৮৬, ২৯৫০০৬, ২৯৫০২৫, ৩১০০১৭, ৩১০০১৯, ৩১০০২৩, ৩৫৫০২১, ৩৬০০৬২, ৩৬০০৬৩, ৩৭০০৪৯, ৩৯০০২৫।
সাধারণ ক্যাটাগরি
১১০০২২, ১১৫০১২, ১১৫০৪৯, ১৪০০৩৪, ১৪০০৬৯, ১৪০০৮১, ১৪০১৩৫, ১৪৫০১২, ১৪৫০৬০, ১৫০০৭২, ১৫০১৩৩, ১৫৫০৬৯, ১৫৫০৭১, ১৫৫১৪৮, ১৬৫০৯৮, ১৭০০৫০, ১৭০১৩৬, ১৭০১৪৫, ১৭৫১১৬, ১৭৫১২৮, ১৭৫১২৯, ১৮০০৭২, ১৮০০৯২, ১৮০০৯৫, ১৮০১৩০, ১৮০১৫৬, ১৮০১৭৬, ১৯০০২৯, ১৯০০৩১, ১৯০০৩৫, ১৯০০৬৭, ১৯৫০২১, ১৯৫০৫০, ১৯৫০৮৬, ১৯৫০৯৩, ২১০০২৭, ২১০০৫১, ২১০০৫২, ২১০০৫৩, ২১৫০০৩, ২১৫০৩৯, ২১৫০৪১, ২১৫০৪২, ২১৫০৪৬, ২১৫০৫৩, ২৪০০০৩, ২৪০০৩৪, ২৪০০৮৯, ২৪০১৩৫, ২৪০১৫৬, ২৪৫১৪৪, ২৪৫১৫৬, ২৫০০০৯, ২৫০০৫৫, ২৫০১৬৫, ২৬০০৫০, ২৬০০৫৯, ২৬০১০৪, ২৬০১৩৯, ২৬০১৪২, ২৬০১৫৪, ২৭০০২৮, ২৭০০২৯, ২৭০০৫৮, ২৭০১১৪, ২৭৫০১৯, ২৭৫০২০, ২৭৫০৫১, ২৮০১১৩, ২৮০১১৪, ২৮০১১৫, ২৮০১২৮, ২৮৫০০২, ২৮৫০০৪, ২৮৫০২৫, ২৮৫১২৫, ২৯০০৭৭, ২৯৫০০৩, ২৯৫০২০, ২৯৫০৫৬, ২৯৫০৬১, ৩১০০১৬, ৩১০০২৬, ৩৪৫০৪৫, ৩৫০০৪৯, ৩৫০০৮২, ৩৫০০৯৯, ৩৫৫০৫৯, ৩৫৫০৬১, ৩৫৫০৬৩, ৩৫৫০৯০, ৩৬০০০৪, ৩৬০০৪১, ৩৬০০৪৭, ৩৬০০৫০, ৩৬০০৬৮, ৩৬৫০০১, ৩৬৫০৪৭, ৩৭০০৩৬, ৩৯০০২০, ৩৯০০৩১।
বিশেষ ক্যাটাগরি
১১০০০২, ১১০০১৯, ১১০০৩৮, ১১০০৪১, ১১৫০০২, ১১৫০০৫, ১১৫০২৮, ১১৫০৪৬, ১১৫০৬৪, ১৪০০০৩, ১৪০০৬৮, ১৪০০৭৯, ১৪০১০৪, ১৪০১২৯, ১৪০১৩৬, ১৪০১৪৩, ১৪৫০৬৩, ১৫০০০২, ১৫০০৪৬, ১৫০০৭৫, ১৫০১০৮, ১৫০১১৯, ১৫০১৫৮, ১৫৫০৯১, ১৫৫০৯৯, ১৫৫১২৩, ১৫৫১৬৪, ১৬৫০৯৩, ১৬৫১৪১, ১৭০০৬৯, ১৭০০৭২, ১৭০০৭৫, ১৭০০৭৬, ১৭০১০৬, ১৭০১১১, ১৮০০৫৩, ১৮০০৭৭, ১৮০০৯৮, ১৮০১০০, ১৮০১২৯, ১৮৫০৬১, ১৮৫০৮১, ১৮৫০৯৩, ১৯০০০৭, ১৯০০৩২, ১৯০০৩৪, ১৯০০৪৯, ১৯০০৬৯, ১৯০০৮৪, ১৯৫০৬২, ১৯৫০৯৯, ২১০০৫০, ২১০০৫৭, ২১৫০০৭, ২১৫০১১, ২৪০০৫১, ২৪০১২১, ২৪০১২৪, ২৪০১২৯, ২৪০১৩২, ২৪০১৪৫, ২৪০১৬২, ২৪৫০৮০, ২৪৫১৫৫, ২৪৫১৬০, ২৪৫১৬৪, ২৫০০৩৯, ২৫০০৫০, ২৫০০৭৮, ২৫০১৮৬, ২৫৫০০৩, ২৫৫০২৭, ২৫৫০২৮, ২৫৫০৪৬, ২৫৫০৬৯, ২৫৫০৭৭, ২৫৫১৭১, ২৫৫২২৬, ২৬০০৪৮, ২৬০০৮৩, ২৬০১৩১, ২৬০১৫৬, ২৬০১৬৬, ২৬৫০০৬, ২৬৫০৪৮, ২৬৫১০৮, ২৬৫১০৯, ২৬৫১১৯, ২৬৫১৩৪, ২৭০০৫৬, ২৭০০৫৭, ২৭০০৮৬, ২৭০১০৫, ২৮০০২৮, ২৮০০৯৩, ২৮০১১১, ২৮০১১৬, ২৮০১২০, ২৮০১২৫, ২৮৫১১১, ২৯০০৫১, ২৯৫০০৪, ২৯৫০২৭, ৩১০০০৮, ৩১০০১৫, ৩১৫০১১, ৩১৫০১৫, ৩৪০০১২, ৩৪০০৫৬, ৩৪৫০৩৯, ৩৫০০০৩, ৩৫০০০৪, ৩৫০০৯৬, ৩৫৫০৬৫, ৩৫৫০৮৭, ৩৫৫০৯৩, ৩৬০০৪৮, ৩৬০০৪৯, ৩৬০০৭৬, ৩৬৫০৪৪, ৩৭০০৩৮, ৩৭০০৪২, ৩৭০০৫০, ৩৭০০৬০, ৩৭০০৬১, ৩৭৫০৪০, ৩৮০০৪৩, ৩৯০০২৬, ৩৯০০৩৫, ৩৯৫০৩০।



