গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী তালিমী ইজতেমা

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন খাদেমুস সুন্না অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহু তায়ালা।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী তালিমী ইজতেমা
গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী তালিমী ইজতেমা |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ মোড় সংলগ্ন চৌকা বাজার এলাকায় প্রতি বছরের মতো এবারো মঙ্গলবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী বিশাল তালিমী ইজতেমা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন খাদেমুস সুন্না অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহু তায়ালা।

তিন দিনব্যাপী ওই তালিমী ইজতেমায় ইছলাহী বয়ান পেশ করবেন স্থানীয় আলেমসহ দেশবরেণ্য আলেমেদ্বীন।