টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হামিদুল হক মহনের মৃত্যু হয়েছে।

Location :

Delduar
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু |নয়া দিগন্ত

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি হামিদুল হক মহনের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নির্বাচনী গণসংযোগ শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী দুই ছেলে তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।