বড়াইগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ ট্রাক জব্দ, চালকের সহকারী আটক

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Natore
নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চালকের সহকারী শামীম হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটক শামীম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ মানিকপুর কলাবাগান এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় চট্টগ্রাম থেকে পাবনাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পাশের সিটের নিচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক সংরক্ষণের অভিযোগে চালকের সহকারীকে আটক করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।