বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

‘বিএনপি জনগণের দল, তাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপি কখনো কোনো গুম খুন সন্ত্রাস চাঁদাবাজি প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেল ৬টাযর দিকে গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ি মাঠ থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে সদস্য অ্যাডভোকেট আল ফাতাহ্ খানের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট আল ফাতাহ্ খান বলেন, ‘বিএনপি জনগণের দল, তাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপি কখনো কোনো গুম খুন সন্ত্রাস চাঁদাবাজি প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না।’ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকল নেতাকর্মীর ওপর আহ্বান জানান।

এতে আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা আমির উদ্দিন পালোয়ান, ফজলুল হক, মোকছেদুর রহমান লিটন, মানিক মেম্বার, স্বেচ্ছাসেবকদল নেতা দিদারুল ইসলাম দিদার, মোখলেছুর রহমান, কৃষকদল নেতা দ্বীন ইসলাম, যুবদল নেতা মাসুদ, ছাত্রদল নেতা সুখেন আকন্দ, মোজাহিদুল কবীর সেলিম, তাতীদল নেতা মনির হোসেন প্রমূখ।