হাত ধোয়ার বেসিন ধসে সিরাজগঞ্জে ২ শিশুর মৃত্যু

রোববার বিকেলে শিশুরা বেসিনের গোড়ায় খেলাধুলাকালে সেটি হঠাৎ ধসে পড়ে। এতে চার শিশু চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৫) নামের আরেক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajganj Sadar
স্বজনদের আহাজারি এবং (ডানে) ধসে পড়া বেসিন
স্বজনদের আহাজারি এবং (ডানে) ধসে পড়া বেসিন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ‍দুই শিশু হলো— চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৬) ও একই গ্রামের সজিব শেখের মেয়ে সুমি (৪)।

স্থানীয়রা ও সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, করোনার সময় হাটের লোকজনের হাত ধোয়া ও সুপেয় পানি পান করার জন্য সদর উপজেলার শালুয়াভিটা হাটের এক পাশে একটি বেসিন নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। বেসিনটি নির্মাণের সময় মাটির নিচে প্রয়োজনীয় ভীত না দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

রোববার বিকেলে শিশুরা বেসিনের গোড়ায় খেলাধুলাকালে সেটি হঠাৎ ধসে পড়ে। এতে চার শিশু চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৫) নামের আরেক শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।