ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদবিরোধী এবং অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীরা এখনো গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
বক্তারা আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আরিফ বিল্লাহ আজিজী, রেজুয়ান বাদশা, নাজমুল হাসান, মোফাচ্ছেল হোসেন রোহান, জুনায়েদ কাসেমী, আহমদ আব্দুল্লাহ ও মাসুদুর রহমানসহ ইনকিলাব মঞ্চের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন।



