কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘আপনজন আড্ডা’য় বিসিবি পরিচালক দেশ বরেণ্য কণ্ঠ শিল্পী আসিফ আকবর বলেছেন, ‘খেলাধূলা ছাড়া সুন্দর জাতিগঠন অসম্ভব। আমাদের বাচ্চাদের খেলার জন্য যা করা দরকার আমি তাই করবো।’
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ জেলা ভাষা সৈনিক কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেটার, কোচ, ক্লাব সদস্যদের সাথে আপনজন আড্ডায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সমঝোতা করে আমাদের মাঠে খেলতে হয়। সব খেলাই আমাদের খেলা। কিছু কিছু জায়গায় খুব স্বেচ্ছাচারিতা চলছে। ক্লাব ফুটবল বা অন্যকিছুর নামে। আমরা চাইবো যে খেলাগুলো যাতে হয়। মাঠে কি শুধু ফুটবল খেলা হবে নাকি অন্যান্য খেলা হবে? সেটা আমাদেরকে জানতে হবে। সাতদিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনোরকম জবাব না পেলে রিট করা হবে।’
তিনি আরো বলেন, ‘আগামী ২০ বছর যারা দেশকে এগিয়ে নেবে তাদের খেলাধুলার কোনো ফ্যাসিলিটিজ নেই। কিছু কিছু জেলায় থাকলেও সেখানে পৃষ্ঠপোষকতা নেই, লীগ নেই, টূর্নামেন্ট নেই। অ্যাকাডেমির দিকে নজর দেয়ার সময় এসেছে। ১১টি জেলা পরিদর্শন করে দেখেছি সেখানে কি ভঙ্গুর অবস্থা। বাচ্চাদের খেলাধুলার কোনো সুযোগই নেই।
এসময় আরো বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, আসিফ তরুনাভ, মাহির তাজওয়ার ওহী, সাবেক জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক ইমদু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস, ক্লাব অফিশিয়াল আল আমিন ভুইয়া, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট সদস্য হাবীব মোবাল্লেগ জেমস।



