মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা সীমানা ছাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো। আর সেই স্বপ্ন পুরণে চেষ্টা ও ধৈর্য্য ধরো কিন্তু নৈতিকতার পথ কখনও ছেড়ো না। জ্ঞান দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলো।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও সবিতা সরকারের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তোমরা হতাশ হয়োনা, পরাজয় হতে পারে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। পরাজয় নিজেকে আরো শক্ত করে গড়ে তোলার অনুপ্রেরণা যোগায়। বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা ও পুরস্কার কেবলমাত্র আনুষ্ঠানিক আয়োজন নয় বরং প্রতিভা বিকাশের উম্মুক্ত মঞ্চ, শৃঙ্খলা ও সহনশীলতার জীবন্ত পাঠশালা। তোমাদের মেধা দক্ষতা দেশ ও মানুষের কাজে লাগিয়ে জাতিকে একদিন উন্নতির শিখরে পৌঁছে দেবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক আখতারুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া মাউশি মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী এমরান সরদার, সাবেক সভাপতি বাচ্চু সরদার, আঃ রব, রঘুনাথপুর বাজার কমিটির সভাতি এ এম আমিনুর রহমান, এ এম ফিরোজ আহম্মেদ বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



