খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে বিএনপির দোয়া মাহফিল

রোববার বাদ মাগরিব জেলা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব জেলা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আল মাহাদী লিপিয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও এম শাহজাহান আলী প্রমুখ।

এ সময় বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।