কুমিল্লায় কারণ দর্শানোর পর যুবশক্তির সংগঠকের পদত্যাগ

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
সংগঠক নাজমুল হাসান নাহিদ
সংগঠক নাজমুল হাসান নাহিদ |নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ নাজমুল হাসান নাহিদ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

নাজমুল হাসান নাহিদ কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের বাসিন্দা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্মানের জায়গা যেখানে নেই সেখানে অন্তত পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না।’

অপর আরেকটি পোস্টে তিনি লেখেছেন, ‘এ মূহুর্ত থেকে এনসিপির সকল রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি।’

এর আগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠনের ক্ষেত্রে ‘চরম সমন্বয়হীনতার’ অভিযোগে এনে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব (দফতর) আসাদুর রহমান।

কারণ দর্শানোর ওই নোটিশে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বপালনকালে আপনার বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাতীয় যুবশক্তির কমিটি গঠন নিয়ে চরম সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এ অপেশাদার ও অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে দলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগে আপনার দলীয়পদ থেকে কেনো আপনাকে অব্যহতি প্রদান করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মো: তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা: জাহেদুল ইসলামের কাছে লিখিতভাবে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদের ব্যক্তিগত ফোন নম্বারে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।