মুন্সিগঞ্জ-২ আসনে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৪ নভেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক করীম বলেন, ‘নির্বাচিত হলে মুন্সিগঞ্জের উন্নয়নে কাজ করবো। আধুনিক, সমৃদ্ধ ও নিরাপদ একটি মুন্সিগঞ্জ গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।’
তিনি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কৃষকসহ নিম্নআয়ের মানুষের সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় শিল্পের উন্নয়নেও কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
অধ্যাপক করীম আশা প্রকাশ করেন—দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে একটি উন্নত মুন্সিগঞ্জ গঠনে জনগণকে সাথে নিয়ে কাজ করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- টঙ্গিবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর দেওয়ান এম এ সাজ্জাদসহ স্থানীয় নেতাকর্মীরা।



