সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

আমার বাড়ির পাশে বিষাক্ত সাপ ধরতে আসেন সাপুড়ে মনা মিয়া। সাপ ধরার সময় বিষাক্ত সাপটি তার ডান হাতের আঙুলে কামড় দেয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
সাপের কামড় নিহত আবদুল মন্নান
সাপের কামড় নিহত আবদুল মন্নান |নয়া দিগন্ত

নাঙ্গলকোটে বিষাক্ত সাপের কামড়ে মনা মিয়া ওরপে আবদুল মন্নান নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের মরহুম তৈয়ব আলীর ছেলে।

মোড়েশ্বর গ্রামের জসিম উদ্দিন জানান, রোববার সকালে আমার বাড়ির পাশে বিষাক্ত সাপ ধরতে আসেন সাপুড়ে মনা মিয়া। সাপ ধরার সময় বিষাক্ত সাপটি তার ডান হাতের আঙুলে কামড় দেয়। এ সময় সাপুড়ে সাপটি বস্তায় বন্দি করেন। একপর্যায়ে ওই সাপুড়ে সাপের বিষ থেকে রক্ষা পেতে নিজের চিকিৎসার জন্য ব্লেড দিয়ে হাত কেটে রক্ত বের করার চেষ্টা করেন। পরে তার অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহতের সাপুড়ের ছেলে আনোয়ার হোসেন বলেন, বাবা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে মোড়েশ্বর গ্রাম থেকে কল দিয়ে জানায়। বাবা দীর্ঘ ২৫ বছর ধরে সাপ ধরে আসছেন। সাপটি আমাদের হেফাজতে রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। খোঁজ নিচ্ছি।