সখীপুরে জামায়াত, চরমোনাই পীর ও এনসিপিকে কটূক্তির প্রতিবাদ

উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল লতিফ ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

Location :

Sakhipur
সখীপুরে জামায়াত, চরমোনাই পীর ও এনসিপিকে কটূক্তির প্রতিবাদ
সখীপুরে জামায়াত, চরমোনাই পীর ও এনসিপিকে কটূক্তির প্রতিবাদ |নয়া দিগন্ত

টাঙ্গাইল প্রতিনিধি ও সখীপুর সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু চরমোনাই পীর, জামায়াতে ইসলামী ও এনসিপিকে নিয়ে কটূক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সখীপুর উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল লতিফ ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, ‘সম্প্রতি এক মজলিসে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাইকে উদ্দেশ্য করে ‘চরমোনাই’ শব্দ বিকৃত করে ‘চোরমনাই’ বলে সম্বোধন করেন, যা চরম অবমাননাকর ও অমার্জনীয়। এ ধরনের বক্তব্য কেবল একজন আলেম বা একটি দলের মানহানি নয়, বরং লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত।’

বিবৃতিতে আরো বলা হয়, একজন রাজনৈতিক নেতার মুখে এমন কটূক্তি দায়িত্বজ্ঞানহীনতার চরম উদাহরণ। পীর সাহেব চরমোনাই একজন সম্মানিত আলেম, ওয়ায়েজ, এবং ইসলামপ্রিয় জনতার আস্থাভাজন ইসলামী ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে এ ধরনের কটূক্তি কখনোই মেনে নেয়া যায় না।

ওই বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শাহজাহান সাজুর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে।

এদিকে সখীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর এক বক্তব্য সোসাল মিডিয়া ফেসবুকের সুবাদে আমরা দেখলাম। তিনি জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ব্যাপারে কটাক্ষপূর্ণ ও তাচ্ছিল্যের সাথে কথা বলেছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার এমন কুরুচিপূর্ণ শব্দ চয়ন ও ব্যঙ্গাত্মক কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান সাজু নয়া দিগন্তকে বলেন, ‘আমি জামায়াতে ইসলামী, চরমোনাই ও এনসিপি সম্পর্কে কটূক্তিমূলক কোনো কিছু বলেছি বলে আমার মনে হয় না। অনেক সময় বলার ব্যবধানে এমনটা হতে পারে। তাছাড়া শুনতেও ভুল হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায়, একটি ওঠান বৈঠকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে বলতে শোনা যায়– ‘ওই এনসিপি না বিচি পার্টি’ হইসে, ওরা তো মাথাই তুলতে পারবে না। সখীপুরে ওদের লোক আছে পাঁচ থেকে সাতজন। ওরা তো আমাকে দেখলেই রাস্তায় দাঁড়াতে পারবে না। আর ওই যে ‘চোরমোনাই’, তাদের দল এখানে আছে? আর (জোয়ামাতের) জামায়াতের কয়জন মানুষ আছে?’