পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি সূত্রে জানা গেছে, দুটি সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়ে। পুশইনকৃত ব্যক্তিদেরকে পঞ্চগড় সদর ও বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে জেলার বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের মালকা ডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ছয়জন নারী, ছয়জন পুরুষ ও পাঁচ শিশুসহ মোট ১৭ জনকে রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করে ভারতের বিএসএফ। সকাল বেলা বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। তারপর, বিজিবির সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসা শেষে বোদা থানায় সোপর্দ করেন। অপরদিকে, প্রায় একই সময় পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে দুই নারী, তিন শিশু ও দু’জন পুরুষকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে বিজিবি সদস্যরা।
জানা যায়, আটককৃতরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা। বিগত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারির কাজ করত। গত ৬ জুলাই তাদেরকে দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তারপর, গত বুধবার বিমানযোগে নিয়ে এসে গভীর রাতে সুবিধামতো সময়ে বাংলাদেশে পুশইন করে দেয় বিএসএফ।
পুলিশ জানায়, আটককৃতদের প্রকৃত ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাই চলছে। তারপর তাদের জন্য আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।
বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ উদ্দিন বলেন, বিজিবি ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। তাদের ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।