ফেনীর দাগনভূঞা উপজেলার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক।
আজ শুক্রবার সকালে তিনি জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনকালে ডা. ফখরুদ্দিন মানিক মাতুভূঁঞা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগেরহাট ব্রিজের পাশে ছোট ফেনী নদীর ভাঙ্গন কবলিত ছফর আলী ভূঁইয়া বাড়ি সড়ক, বেকের বাজার থেকে মোমারিজপুর হয়ে সোনাগাজী সংযোগ সড়ক এবং মাতুভূঁঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন এলাকার ভাঙ্গনস্থল ঘুরে দেখেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, মাতুভূঁঞা ইউনিয়ন আমির মাওলানা নুরুল আমীন, জায়লস্কর ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম, মাতুভূঁঞা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জামায়াত নেতা ওয়ালিউল্লাহ, জানে আলম লিটন, মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নদী ভাঙ্গন এলাকার করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে ডা. ফখরুদ্দিন মানিক দ্রুত রাস্তাগুলো মেরামত ও নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানান।