কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার দুপুর ১২টায় উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কলাপাড়ায় লামিয়া হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা।

আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা লামিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তৃতায় অংশ নেন শিশুপল্লী একাডেমীর শিক্ষার্থী আয়শা, হিমা, রাসেল ও সজিব।

তারা বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হলে আমরা আরে কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে।