আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়িচালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
এছাড়া আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আমার রাজনীতিতে কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।’
এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দেবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।



