মুন্সিগঞ্জে ডোবা থেকে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার মজিবর মাঝি মাওয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

জানা গেছে, নিহতের নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশালের হিজলা থানার বাসিন্দা। মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার মজিবর মাঝি মাওয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরে গ্যারেজ মালিকের ফোনে বিষয়টি জানতে পেরে তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে রাসেল জানান, তার বাবার হাত-পা বাঁধা ছিল। শরীর কম্বল দিয়ে পেচানো ছিল। তার ব্যবহৃত অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।