কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে স্কুলশিক্ষিকা খুন, আহত ৪

রুজিনা বেগম ওই গ্রামের মরহুম নিজাম উদ্দিনের মেয়ে এবং নুরুল মোনায়েম মিল্টনের দ্বিতীয় স্ত্রী। তিনি ভাসানীগাঁওয়ের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Kamalganj
নিহত রুজিনা বেগম
নিহত রুজিনা বেগম |নয়া দিগন্ত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রুজিনা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষিকা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চারজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

রুজিনা বেগম ওই গ্রামের মরহুম নিজাম উদ্দিনের মেয়ে এবং নুরুল মোনায়েম মিল্টনের দ্বিতীয় স্ত্রী। তিনি ভাসানীগাঁওয়ের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা।

অভিযুক্ত রেজাউল করিম সাগর মৌলভীবাজার ডেন্টাল ফার্মেসিতে দাঁতের চিকিৎসা করেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে জমি নিয়ে শিক্ষিকা রুজিনা বেগম ও তার পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিল। সোমবার (২৬ মে) সকাল ১০টায় আব্দুর রহিম সাত-আটজন লোক নিয়ে ধারালো দা ও দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখল করে এক্সেভেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এ সময় রুজিনা বেগম ও তার পরিবারের লোকজন বাধা দিলে আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

স্থানীয়রা বলেন, ‘রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমের ধারালো অস্ত্রের আঘাতে রুজিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই জিয়াউল ইসলাম ও এসআই শহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে গ্রেফতার করেন।’

এ বিষয়ে নিশ্চিত করে জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার আহমদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছে, এখন পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি।’