রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন— আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
রায়ের সময় দণ্ডাদেশপ্রাপ্তরা এজলাসে উপস্থিত ছিলেন।
রংপুর জজ আদালতের অতিরিক্ত পিপি রেজেকা সুলতানা ফেন্সি জানান, ২০১২ সালের ৭ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সলিম উদ্দিনের সাথে আব্দুস সামাদ ও তার গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুস সামাদের নেতৃত্বে আসামিরা কুপিয়ে সলিম উদ্দিনকে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা হলে পুলিশ তদন্ত করে ১৫ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আটজনের যাবজ্জীবন ও বাকি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরো জানান, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।