তুলা খাতের উন্নয়নে আরো মনোযোগী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘তুলাকে এখন কৃষি ফসল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি যদি লাভজনকভাবে উৎপাদন ও বাজারজাত করা যায়, তাহলে কৃষকদের আগ্রহ অনেক বেড়ে যাবে।’

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Sripur
তুলা খাতের উন্নয়নে আরো মনোযোগী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
তুলা খাতের উন্নয়নে আরো মনোযোগী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা |নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তুলা খাতে সম্ভাবনা থাকলেও এখনো সে সম্ভাবনা বাস্তবায়ন হয়নি। তাই এই খাতে গবেষণা, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে প্রয়োগ—সবদিকেই আরো মনোযোগী হতে হবে।’

বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কেন্দ্র এবং তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ উৎপাদন খামার পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশে তুলা উৎপাদন ও বীজ উৎপাদনে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তুলা চাষে আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। তাই তুলার উৎপাদন এবং বীজ উৎপাদন—উভয় ক্ষেত্রেই উন্নতি করতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তুলাকে এখন কৃষি ফসল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি যদি লাভজনকভাবে উৎপাদন ও বাজারজাত করা যায়, তাহলে কৃষকদের আগ্রহ অনেক বেড়ে যাবে।’

তুলা খাতের উন্নয়নে সংশ্লিষ্ট গবেষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।